প্রধান উপদেষ্টার প্রেস সচিব
আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে অনিশ্চয়তা
প্রকাশিত : ১৪:১০, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:১৮, ৫ এপ্রিল ২০২৫

মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি করেছে এর ফলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে পারব কি না।
স্ট্যাটাসে শফিকুল আলম পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রশাসনের নীতিকে কঠোরভাবে সমালোচনা করে বলেন, বার্মিজ জান্তাকে খুশি করতে গিয়ে ‘মাদার অব হিউম্যানিটি’র চাটুকার ও কূটনীতিকরা FDMN (Forcibly Displaced Myanmar National) নামক একটি শব্দ তৈরি করেন। এটি কেবল একটি কৌশল নয়, বরং রোহিঙ্গা গণহত্যাকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা। এর মাধ্যমে তাদের প্রকৃত পরিচয় মুছে ফেলা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, চীনের কুনমিং শহর এবং থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মিয়ানমার সামরিক জান্তার সঙ্গে আলোচনায় রোহিঙ্গাদের ‘রোহিঙ্গা’ নামেই পরিচিত করায় জান্তা পক্ষকে বাধ্য করেছে এই স্বীকৃতি দিতে।
প্রত্যাবাসন নিয়ে তিনি বলেন, “মিয়ানমার জান্তা কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। এখন দরকার টানা কূটনৈতিক চাপ বজায় রাখা, যাতে তারা রোহিঙ্গাদের স্বেচ্ছায়, পূর্ণ মর্যাদা ও নিরাপত্তার নিশ্চয়তার সঙ্গে ফিরিয়ে নেয়।”
প্রেস সচিবের মতে, বর্তমান সরকারের নেতৃত্বে কূটনৈতিকভাবে দৃঢ় অবস্থান নেওয়া হয়েছে, যা রোহিঙ্গা সংকট সমাধানে আশার আলো জাগাতে পারে, তবে চূড়ান্ত সমাধানের জন্য আন্তর্জাতিক চাপ ও সহায়তা বজায় রাখা অত্যন্ত জরুরি।
এসএস//
আরও পড়ুন