ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

আগামী শনি ও রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন, ঢাকা এসেছেন ১১ দেশের ৫৫ অতিথি

প্রকাশিত : ১৯:২৩, ২০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:২৪, ২০ অক্টোবর ২০১৬

কাউন্সিলররাই নেতৃত্ব নির্বাচন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন প্রস্তুতির কাজ পরিদর্শণ করে তিনি বলেন, কাউন্সিলররা শেষ পর্যন্ত দলীয় সভাপতিকে দায়িত্ব দিলে তিনিই ঠিক করবেন কারা আসবেন নেতৃত্বে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া সংগঠনটির কাউন্সিলে এরইমধ্যে ১১ দেশের ৫৫ অতিথি ঢাকা এসেছেন। শনি ও রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানও প্রায় প্রস্তুত। দিনরাত সম্মেলনস্থল প্রস্তুতি দেখতে ভিড় করছেন নেতাকর্মীরা। দুপুরে দলের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের সম্মেলন প্রস্তুতি দেখতে এসে বলেন, এরইমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এদিকে, সম্মেলন উপলক্ষে বিদেশী অতিথিরাও আসতে শুরু করেছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি জানান, ১১টি দেশের ৫৫ জন অতিথি এরইমধ্যে ঢাকা পৌছেছেন। নেতারা বলছেন, সব প্রস্তুতিই সম্পন্ন, নিরাপত্তাও শতভাগ নিশ্চিত।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি