ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আগামী ২০ দিনে আরও ১২ হাজার মার্কিনি মারা যাবেন: সিডিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ২০ সেপ্টেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি)

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি)

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি) আগাম এক ঘোষণায় বলেছে, দেশটিতে ১০ অক্টোবর নাগাদ কোভিড- ১৯ এ ২ লাখ ১৮ হাজার পর্যন্ত লোক মারা যেতে পারে।

নতুন এই ঘোষণায় বলা হচ্ছে, ১০ অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত নতুন করে ৩ হাজার থেকে ৭ হাজার ১ শত লোক করোনায় মারা যেতে পারে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াতে পারে ২ লাখ ৭ হাজার থেকে ২ লাখ ১৮ হাজার পর্যন্ত।

বৃহস্পতিবার সিডিসি’র ওয়েবসাইটের এই পূর্বাভাসে আরো বলা হয়, রাজ্য এবং আঞ্চলিক স্তরে আগামী চার সপ্তাহের প্রতি সপ্তাহে নতুন মৃত্যুর হার ৬ এর মতো কমতে পারে।

এদিকে হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, রোববার দুপুর পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে ৬৯ লাখ ৬৭ হাজার ৪০৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৬৫৭ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৩ হাজার ৮২৪ জনে ঠেকেছে। (বাসস)

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি