ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আগামী ২৫ এপ্রিলের মধ্যে পাট কল শ্রমিকদের সবধরনের মজুরী ও পাওনা পরিশোধের সিদ্ধান্

প্রকাশিত : ১৯:২৫, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:২৫, ১৩ এপ্রিল ২০১৬

আগামী ২৫ এপ্রিলের মধ্যে রাষ্ট্রায়ত্ব পাট কল শ্রমিকদের সব ধরনের মজুরী ও পাওনা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে খুলনায় আন্দোলরত পাটকলের শ্রমিক নেতাদের সাথে বৈঠকের পর, এ সিদ্ধান্ত জানান, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। এরপরই আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা। বকেয়া মজুরী ও পাওনা পরিশোধসহ ৫ দফা দাবিতে গেল ৫ এপ্রিল থেকে আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামেন খুলনার রাষ্ট্রায়ত্ব ৭টি পাট কলের শ্রমিকরা। লাগাতার ধর্মঘটের পাশাপাশি রাজপথ-রেলপথ অবরোধও করেন তারা। এমন পরিস্থিতিতে  গেল সোমবার, মন্ত্রিসভার বৈঠকে পাটকলগুলোর সমস্যা সমাধানে ১ হাজার কোটি টাকার এককালীন বরাদ্দের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনে নেতৃত্বদানকারী শ্রমিক নেতাদের সাথে বৈঠকে জানানো হয় সে কথাই। বরাদ্দকৃত টাকা, অর্থমন্ত্রণালয় হয়ে, আসতে সময়ের প্রয়োজন; তাই, শ্রমিকদের, সব পাওনাদি, এপ্রিলের ২৫ তারিখের মধ্যে পরিশোধের আশ্বাস দেয়া হয়। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে একমত হয়ে, কাজে যোগ দিতে রাজি হন শ্রমিক নেতারা। সেই সাথে ঘর্মঘট প্রত্যাহারের ঘোষণাও দিলেন তারা। শ্রমিকদের ২৫ ভাগ মহার্ঘ ভাতার দাবীর জায়গায়, ২০ ভাগ দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি