ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আগামীকাল শ্রীলংকার মুখোমুখি হবে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৮, ৭ জুন ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বি গ্রুপের খেলায় নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল শ্রীলংকার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
ওভালে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৯৬ রানে হেরে ব্যাকফুটে শ্রীলংকা। সেমিফাইনালে যেতে তাই লংকানদের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। অন্যদিকে, প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে  ১২৪ রানের বিশাল জয়ে সুবিধাজনক অবস্থায় ভারত। লংকানদের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে কোহলি বাহিনীর। শেষ চারে যাওয়ার লক্ষ্যে তাইতো লংকানদের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে ভারত।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি