ঢাকা, রবিবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আগুনে জ্বলছে পোশাক কারখানা, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩২, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২১:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি পোশাক কারখানায় আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। 

শনিবার বিকেলে উপজেলার বাদামতল এলাকায় ‘অ্যাবালন ফ্যাশন লিমিটেড’ নামে কারখানাটিতে আগুন লাগে। 

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। এরপর বোয়ালখালী, মোহরা ও কর্ণফুলী ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। 

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, চারতলা ভবনের চতুর্থ তলার ইউনিটে আগুন লেগেছে। সেখান থেকে বের হওয়া ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে আছে। 

তবে আগুন মোটামুটি ফায়ার কর্মীদের নিয়ন্ত্রণে আছে। আশপাশে ছড়ানোর সম্ভাবনা নেই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি