ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

আগুয়েরোর গোলে ফের শীর্ষে ম্যানসিটি

প্রকাশিত : ০৯:১৬, ২৯ এপ্রিল ২০১৯

দ্বিতীয় ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়র লিগে টানা পঞ্চম মৌসুমে ২০টি বা তার বেশি গোল করে নজির গড়লেন সার্জিও আগুয়েরো। আর আর্জেন্টাইন স্ট্রাইকারের করা একমাত্র গোলেই বার্নলিকে হারিয়ে প্রিমিয়র লিগের শীর্ষে ফের ম্যানচেস্টার সিটি। ফলে লিগের শিরোপা ধরে রাখার কাছে পৌঁছে গেছে সিটিজেনরা।

রোববার বার্নলির মাঠে শুরু হওয়া ম্যাচটি ১-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। আসরে নিজেদের বাকি দুই ম্যাচে জয় পেলেই শিরোপা ঘরে তুলবে তারা।

এর আগে গত শুক্রবার হাডার্সফিল্ডকে ৫ গোলে বিধ্বস্ত করে লিগ শীর্ষে চলে গিয়েছিল লিভারপুল। তাই ২ পয়েন্টে এগিয়ে থেকে অলরেডদের সরিয়ে লিগ শীর্ষে যেতে জয় ছাড়া কোনও উপায় ছিল ব্লুজদের।

প্রতিপক্ষের মাঠে গোল লক্ষ্য করে শট নিতে ২৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সিটিকে। বক্সের সামান্য বাইরে থেকে আগুয়েরোর একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়া ছাড়া প্রথমার্ধে সেই অর্থে সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় অতিথিরা।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া সিটি প্রতিপক্ষের ডি-বক্সে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এর ফলও পেয়ে যায় ম্যাচের ৬৩তম মিনিটে। বার্নার্দো সিলভার পাস ধরে এক ডিফেন্ডারকে কাঁধে নিয়েই গোল লক্ষ্য করে শট নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে আগুয়েরোর শট গোলে ঢোকার মুখে আটকানোর চেষ্টা করেন এক বার্নলি ডিফেন্ডার। কিন্তু বল ততক্ষণে গোললাইন অতিক্রম করে যায়। ফলে ১-০ গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা।

ম্যাচের বাকি সময়ে স্কোরলাইনে কোনও পরিবর্তন হয়নি। ফলে লিগে টানা ১২ ম্যাচে অপরাজিত রইল সিটি।

এ জয়ে টানা ১২ ম্যাচ জয়ে ৩৬ ম্যাচ শেষে ৯২ পয়েন্ট নিয়ে ফের লিগের শীর্ষে চলে গেল ম্যানসিটি। সমসংখ্যক ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। টটেনহ্যাম হটস্পার ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। হাতে বাকি দু’ম্যাচ। অর্থাৎ শেষ দু’ম্যাচে জিতলেই টানা দ্বিতীয়বারের জন্য লিগ খেতাব উঠবে সিটির হাতে।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি