ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আগুয়েরোর হ্যাটট্রিকে জিতলো ম্যানসিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২১ জানুয়ারি ২০১৮

সের্হিও আগুয়েরোর দারুণ হ্যাটট্রিকে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানসিটি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ইতিহাদ স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছেন পেপ গার্দিওলার শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের পথে পয়েন্ট টেবিলে ১২ পয়েন্ট ব্যবধান বজায় রেখেছে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। ইপিএলে ঘরের মাঠে এই নিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত রইলো দলটি।

আর্জেন্টাইন স্ট্রাইকার শুরুতে জালে বল জড়ান ৩৪ মিনিটে। কেভিন ডি ব্রুইনের দারুণ ক্রসে হেডে বল জালে পাঠান আগুয়েরো।

৬৩তম মিনিটে সফল স্পট কিকে থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ডি-বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। এরপর ৬৭ মিনিটে একটি গোল শোধ করে নিউক্যাসল। জ্যাকব মারফির গোলে স্কোর হয় ২-১। ৮৩ মিনিটে শেষ গোলটি করে স্কোর ৩-১ করেন আগুয়েরো। এই মৌসুমে সব মিলিয়ে ২২টি গোল করেছেন আগুয়েরো। চার মিনিট পর দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে আসা গোলরক্ষক এদেরসনের উপর দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান ইংলিশ মিডফিল্ডার জ্যাকব মার্ফি। ৮৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি জয়টাও নিশ্চিত করেন আগুয়েরো। কয়েক জনের বাধা কাটিয়ে সানের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে গোলটি করেন তিনি।

এবারের লিগে প্রথম ২২ ম্যাচে অপরাজিত থাকার পর গত সপ্তাহে লিভারপুলের মাঠে ৪-৩ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে ২৪ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি