ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

আজ অজয় রায়ের প্রয়াণবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:২৭, ১৭ অক্টোবর ২০১৮

রাজনীতিক অজয় রায়ের দ্বিতীয় প্রয়াণবার্ষিকী আজ। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক এবং দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা এই মানুষটি ২০১৬ সালের ১৭ অক্টোবর শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

১৯২৮ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জন্মগ্রহণ করেন অজয় রায়। তার পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রামে।

প্রগতিশীল বাম আন্দোলনের নেতা অজয় রায় আজীবন আপসহীন নীতিনিষ্ঠ একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক লেখালেখিও করতেন। তার বিখ্যাত গ্রন্থের মধ্যে ‘বাঙলা ও বাঙালী’, ‘আমাদের জাতীয়তার বিকাশের ধারা’, ‘বাংলাদেশের বামপন্থী আন্দোলন ১৯৪৭-৭১’ ইত্যাদি উল্লেখযোগ্য।
সত্তরের দশকের মাঝামাঝি থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছেন তিনি।
পরে কমিউনিস্ট পার্টি ছেড়ে দিলেও রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তার সক্রিয়তা ছিল আমৃত্যু। সব শেষে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের নেতৃত্ব দিয়ে গেছেন তিনি।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি