ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

এএফসি অনূর্ধ্ব-১৬

আজ আরব আমিরাত খেলবে ভিয়েতনামের বিপক্ষে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৪, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:০৭, ১৫ সেপ্টেম্বর ২০১৮

কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। প্রথম দিন মাঠে নামছে না বাংলাদেশ।

সকাল সাড়ে ১১টায় সংযুক্ত আরব আমিরাত খেলবে ভিয়েতনামের বিপক্ষে। বিকেল সাড়ে ৩টায় লেবাননের প্রতিপক্ষ বাহরাইন। বাংলাদেশ মাঠে নামবে ১৭ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বাহরাইন।

গত ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর থেকেই অনুশীলনের মধ্যে আছে বাংলাদেশ। এরপর লাল সবুজের জার্সিধারীরা দুটি টুর্নামেন্টে খেলেছে। হংকংয়ে মার্চে জকি কাপ জেতার পর গত মাসে ভুটানে কিশোরী সাফে রানার্সআপ হয়েছিল। এবার মিশন এএফসি।

গত বছর থাইল্যান্ডে চূড়ান্ত পর্বে উঠেছিল। ২০১৯ সালেও একই দেশে হবে মূল পর্ব। সেখানে চোখ রেখেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। গত আসরে খেলা ১১ ফুটবলার আছেন বর্তমান দলে। বাকিরা বয়সের কারণে বাদ পড়েছেন। এই মেয়েদের নিয়ে কোচ ছোটন আশাবাদী।

এএফসির র‌্যাংকিংয়ে সপ্তম অবস্থানে বাংলাদেশের মেয়েরা, ভিয়েতমান ১১তম। বাকিদের র‌্যাংকিং নেই। টুর্নামেন্টে খেলতে আসা বাকি দলগুলোও সমীহ করছে বাংলাদেশকে। এবারের বাছাই পর্বে বাংলাদেশ শক্তিধর দল। তবে কোচ ছোটন মনে করছেন, কোনো দলই বাংলাদেশ থেকে পিছিয়ে নেই, ‘অন্য দলগুলো আমাদের সম্মান জানিয়েছে, তাই তাদের সবাইকে ধন্যবাদ। তবে এখানে কোনো দলই কিন্তু পিছিয়ে নেই।’

আরব আমিরাতকে ২০১৪ সালে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর আগে ঢাকায় এএফসির বাছাইপর্বেও একই গ্রুপে থাকা আমিরাতকে উড়িয়ে দিয়েছিল লাল সবুজের দলটি। বাকি তিনটি দলের বিপক্ষে না খেললেও ধারণা নিয়ে নিয়েছেন কোচ ছোটন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি