আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড
প্রকাশিত : ১২:৫৫, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৩:৩২, ৬ জুন ২০১৭
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড।
কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তাই এ গ্র“প থেকে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। আর নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টির কারণে পরিতক্ত হয়। তাই দুদলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়। প্রথম ম্যাচের মতো নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচে কিউইদের হারিয়ে এগিয়ে যেতে চায় স্বাগতিকরা।