আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া
প্রকাশিত : ১৪:০১, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৪:০৮, ১০ জুন ২০১৭
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
বার্মিংহামে এ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। এর আগে, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার দু’টি ম্যাচই বৃষ্টির বাগড়ায় পরিত্যাক্ত হয়েছে। এতে করে, শেষ চারে যেতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই অজিদের। স্বাগতিক হিসেবে ইংলিশরা বাড়তি সুবিধা পেলেও নিজেদের সেরাটা দিলে জয় কঠিন হবে না বলে মত অস্ট্রেলিয়া দলপতির।