আজ একুশের পর্দায় দেখবেন ‘সিম্পল লাভ ষ্টোরী’ (প্রোমো-ভিডিও)
প্রকাশিত : ১৯:৪১, ১৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:৩৮, ১৫ নভেম্বর ২০১৭

প্রেম প্রতিটি মানুষের জীবনেই আসে। কেউ প্রেমের ক্ষেত্রে সফল হয় আর কেউ হয় বিফল। যারা প্রেমের জোয়ারে হাবুডুবু ক্ষেতে ক্ষেতে এক সময় বিয়ের পিঁডিতে বসেছেন তাদের নিয়ে একুশে টিভির বিশেষ আয়োজন ‘সিম্পল লাভ স্টোরী’।
ইতিমধ্যে এই অনুষ্ঠানটি ব্যাপক দর্শক প্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানে উপস্থাপকদের সাবলিল উপস্থাপনায়, অতিথিদের প্রাণবন্ত আড্ডায় বেশ জমে উঠেছে।
অনুষ্ঠানটি প্রচার হবে আজ মঙ্গলবার রাত ১০টায়। অভিনেত্রী সাবিলা নূর ও অভিনেতা সিয়াম এর উপস্থাপনায় ‘সিম্পল লাভ স্টোরী’ প্রযোজনা করছেন মাসুদুজ্জামান সোহাগ।
/ এআর /