ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আজ ঐক্যফ্রন্টের মানববন্ধন

প্রকাশিত : ০৯:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১২:১৫, ৬ ফেব্রুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রত্যাখ্যান করে পুননির্বাচনের দাবিতে আজ বুধবার কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। বিকেল ৩টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচি পালন করা হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে।

গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে স্টিয়ারিং কমিটির এক বৈঠকে পূর্বঘোষিত জাতীয় সংলাপের কর্মসূচি স্থগিত করে কালো ব্যাজ, মানববন্ধন কর্মসূচি ছাড়াও আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের সব প্রার্থী ও ভুক্তভোগীদের গণশুনানি কর্মসূচি ঘোষণা করা হয়। ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেছিলেন। তবে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে গেছেন। এ ছাড়া ঐক্যফ্রন্টের শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও চিকিৎসার জন্য ৩ ফেব্রুয়ারি থেকে ভারতে রয়েছেন। স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ এ দুই নেতা ছাড়া অন্য নেতারা মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে ঐক্যফ্রন্ট সূত্র জানিয়েছে।

কর্মসূচি সফল করতে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির এক সভায় নেতারা প্রত্যেক দলকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সমন্বয় কমিটির নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, এক ঘণ্টার কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে ঐক্যফ্রন্টের বাইরেও যারা আছেন, সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। ২৪ ফেব্রুয়ারি গণশুনানির কর্মসূচি আছে তাদের। এ দুটি কর্মসূচি সার্থক করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি