ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ ঐতিহাসিক ৩০ মার্চ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ৩০ মার্চ ২০১৮ | আপডেট: ১১:১৩, ৩০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আজ ৩০ মার্চ। ১৯৭১ সালের এদিনে মুক্তিযোদ্ধাদের আধিপত্য ভাঙ্গতে পাকিস্তানি জান্তা রিজার্ভ সৈন্যদেরও সবদিকে পাঠাতে শুরু করে। তবে প্রতিরোধের মুখে পড়ে সর্বত্র। ভারতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিক্ষোভ নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইন্দিরা গান্ধী। কয়েক লাখ শরণার্থীর পশ্চিমবঙ্গে যাওয়ার খবর শিরোনাম হয়ে ওঠে বিশ্ব গণমাধ্যমে।

ঢাকার পরে চট্টগ্রাম নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার দুদিনের মধ্যেই পাকিস্তানি সামরিক জান্তার লেলিয়ে দেওয়া বাহিনী প্রতিরোধের মুখে পড়ে। দুঃসংবাদ পায় ৩০ মার্চ বরিশাল, ফরিদপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীসহ নতুন নতুন ফ্রন্টে পাকসেনা নিহতের।

যশোরের খণ্ডযুদ্ধ থেকে পালিয়ে এসে পাকসেনারাই ঊর্ধ্বতনদের জানান, মুক্তিসেনাদের বীরত্ব। নতুন করে সাতক্ষীরাসহ আরও কিছু এলাকায় মুক্তিযোদ্ধাদের ঘাটির খবরে উদ্বিগ্ন পাকজান্তা সারাদেশে পাঠাতে শুরু করে রিজার্ভ সেনাদের। তবে এদিন খোদ ঢাকায় চোরাগুপ্তা হামলা করতে গিয়ে ধরা পরে দুই গেরিলা, ঢাকাতেও আক্রান্ত হওয়ার ভয়ে তল্লাশি শুরু হয়।

জীবন বাঁচাতে এপারের মানুষের ঢল নামে ওপার বাংলায়, সে সময়ের বিশ্বগণমাধ্যমের প্রতিবেদনে সংখ্যাটা দিনে আড়াই লাখ। বাঙালি নারী-শিশু-বৃদ্ধদের সীমান্ত পারের এমন মানবিক বিপর্যয় ১৯৪৭ এর দেশভাগের সময়ও হয়নি। কোলকাতায় প্রথমে খোলা হয় ত্রাণ কার্যালয়, পরে দ্রুত সময়ে ক্যাম্প গড়ে ওঠে।

এদিন অটল বিহারী বাজপায়ীর নেতৃত্বে বাজপেয়ীর নেতৃত্বে প্রতিক্রিয়াশীল রাষ্ট্রীয় সেবক সংঘের মিছিল হয় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। প্রগতিশীল বামপন্থী সংগঠনগুলোর বিক্ষোভ অব্যাহত ছিল কোলকাতা ও দিল্লিতে। পশ্চিমবঙ্গের কংগ্রেস দলীয় মূখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায় রাস্তায় নামেন উদ্বাস্তুদের ত্রানের চাঁদা তুলতে। নক্সালকর্মীরাও এগিয়ে আসেন সহায়তায়। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মন্ত্রীদের খবর পাঠান, পরের দিন জরুরি বৈঠকে যোগ দিতে।

বাংলার স্বজনদের কাছে যেতে আগের দিনের মত সীমান্ত অতিক্রমের চেষ্টা করে পশ্চিম বাংলার যুবকেরা।  

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি