ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

আজ কবি সিকান্দার আবু জাফরের ৪৩তম প্রয়াণ দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ৫ আগস্ট ২০১৮

কবি, সাহিত্যিক ও সাংবাদিক আবু জাফরের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কবির কবর জিয়ারতসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সিকান্দার আবু জাফর একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকার, ছড়াকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতিকার, সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠকসহ নানাবিধ প্রতিভায় বিকশিত ছিলেন। ৭ মার্চ ১৯৭১-এ প্রকাশিত তাঁর ‘বাংলা ছাড়ো’ কবিতা এবং পরবর্তীকালে ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানসহ একাধিক কবিতা ও গান ব্যাপক আলোচিত হয়।

১৯৫৭ খ্রিস্টাব্দ থেকে ১৯৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ‘সমকাল’র প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে পূর্ববঙ্গের সাহিত্য আন্দোলনে নতুন গতির সঞ্চার করেছিলেন।

তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ : উপন্যাস : পূরবী, নতুন সকাল; ছোটগল্প মাটি আর অশ্রু; কবিতা : প্রসন্ন শহর, তিমিরান্তিক, বৈরী বৃষ্টিতে, বৃশ্চিক লগ্ন, বাংলা ছাড়ো; নাটক : সিরাজ-উদ-দৌলা, মহাকবি আলাউল; সঙ্গীত : মালব কৌশিক।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি