ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ কবি হাসান হাফিজের জন্মদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ১৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:৩৮, ১৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সত্তর দশকের কবি হাসান হাফিজের ৬৩তম জন্মবার্ষিকী আজ সোমবার। তিনি ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এলাহিনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭৬ সালে সাংবাদিকতা পেশায় আসেন কবি হাসান হাফিজ। তিনি দৈনিক বাংলা, কলকাতার সাপ্তাহিক দেশ, দৈনিক জনকণ্ঠ, বৈশাখী টেলিভিশন, দৈনিক আমার দেশ এবং পাক্ষিক অনন্যায় কাজ করেছেন। তার মৌলিক ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৬৩। এর মধ্যে কাব্যগ্রন্থ ৫৫টি। তার কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, ফরাসি, হিন্দি, উর্দু, নেপালি, আরবি ও ফার্সি ভাষায়।
সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য হাসান হাফিজ শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ডাকসু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, কলকাতার সৌহার্দ্য কবিতা উৎসব সম্মাননা, জাতীয় প্রেস ক্লাব লেখক সম্মাননা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাহিত্য পুরস্কার পেয়েছেন। তিনি পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য, বাংলা একাডেমির জীবন সদস্য।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি