আজ কুবির প্রথম সমাবর্তন, যাচ্ছেন রাষ্ট্রপতি
প্রকাশিত : ০৮:৫৯, ২৭ জানুয়ারি ২০২০ | আপডেট: ০৮:৫৯, ২৭ জানুয়ারি ২০২০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তনের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে সভাপতিত্ব করবেন। সমাবর্তনে বক্তব্য রাখবেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ।
এতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ৫ হাজার ৬৪৮ জন স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মূল সনদ দেয়া হবে। একইসঙ্গে ১৪ জন কৃতি শিক্ষার্থীকে দেয়া হবে চ্যান্সেলর স্বর্ণপদক। সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন।
এদিকে কুমিল্লায় রাষ্ট্রপতির প্রথম এ সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।
সমাবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থান ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন। শিক্ষার্থীদের পদচারণায় মুখর এখন পুরো ক্যাম্পাস। আবার অনেকেই উচ্চ শিক্ষা শেষে প্রিয় মুহূর্তটিকে ধরে রাখতে নিয়ে এসেছেন প্রিয় বাবা-মাকেও, পড়িয়ে দিয়েছেন নিজেদের গাউন। সন্তানদের এমন সাফল্যে আনন্দিত অভিভাবকরাও।
এআই/
আরও পড়ুন