ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

আজ চূড়ান্ত হবে আ’লীগের ৫ সংসদীয় আসন ও ১ সিটির মনোনয়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলর পদে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদীয় আসনগুলো হলো- বাগেরহাট-৪, যশোর-৬, গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বগুড়া-১।

এসব আসনে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন জমা দিয়েছেন, বাগেরহাট-৪ আসনে- বদিউজ্জামান সোহাগ, মিজানুর রহমান জনি, মুক্তিযোদ্ধা ড. আব্দুর রহিম খান, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, প্রবীর রঞ্জন হালদার, নকিব নাজিব, ইসমত আরা শিরিন চৌধুরী, মোশারফ হোসেন, এসএম রাজু, মো. জামিল হোসাইন ও এসএম মনিরুল ইসলাম।

যশোর-৬ আসনে শেখ আব্দুর রফিক, শাহীন চাকলাদার, মো. আব্দুল মান্নান, এইচএম আমির হোসেন, ওয়াহিদ সাদিক, নওরিন সাদিক, তাপস কুমার দাস, হোসাইন মোহাম্মদ ইসলাম, শ্যামল সরকার, শেখ আব্দুল ওহাব, মো. কামরুজ্জামান (আইনজীবী), তানভীর আহম্মেদ বিপু ও জয়দেব নন্দী।

গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, শাহ মো. ইয়াকুব উল আজাদ, মো. মাহমুদুল হক, একেএম মোকছুদ চৌধুরী, মো. মফিজুল হক সরকার, মো. ফজলুল করিম, মো. ওমর ফারুখ, মো. আজিজার রহমান খান বিএসসি, গোপাল চন্দ্র বর্মন, মোছা. রেহেনা বেগম, তামান্না শারমিন, তোফাজ্জল হোসেন, এমএস রহমান, আবু বক্কার প্রধান, শাহারিয়া খান, জরিদুল হক, আমিনুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, মাজেদার রহমান দুলু, নুরুল ইসলাম প্রধান, দিলারা খন্দকার, শাহাদত রাজা, মতিয়ার রহমান ও মো. সাঈদ রেজা।

ঢাকা-১০ আসনে মেজর (অব.) ইয়াদ আলী ফকির, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো. কুদ্দুসুর রহমান, এএস এম কামরুল আহসান, কাজী মোর্শেদ হোসেন কামাল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের বিদায়ী মেয়র মো. সাঈদ খোকন।

বগুড়া-১ আসনে মোজাহিদুল ইসলাম বিপ্লব, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান শেখ, ড. সিদ্দিকুর রহমান, ডা. মো. মকবুলুর রহমান, সাহাদারা মান্নান, রেজাউল করিম মন্টু (জেলা সদস্য), আব্দুর রাজ্জাক, এসএম খাবীরুজ্জামান, মো. জাকির হোসেন, মো. ছালের উদ্দিন, আবুল কালাম আজাদ, রেজাউল করিম মন্টু (উপজেলা সদস্য), অ্যাডভোকেট মোনতাজুর রহমান মন্টু, শাহজাহান আলী, আলমগীর শাহী (পৌর মেয়র), মো. আছালত জামান, আনছার আলী ও অ্যাডভোকেট ফজলুল হক সবুজ।

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র পদে যারা মনোনয়ন নিয়েছেন- রেজাউল করিম চৌধুরী, খোরশেদ আলম, মুজিবর রহমান, নুরুল ইসলাম বিএসসি, বর্তমান মেয়র আজম নাছির, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুচ সালাম, মেজর ইমদাদুল ইসলাম (অব.), আলতাফ হোসেন চৌধুরী, মো. ইনসান আলী, মোহাম্মাদ ইউনুস, মো. হেলাল উদ্দিন চৌধুরী, সেলিনা খান, মো. মঞ্জুরুল আলম (সাবেক মেয়র), রেখা আলম, একেএম বেলায়েত হোসেন, মো. মাহাবুবুল আলম, এরশাদুল আমিন, মো. মনোয়ার হোসন ও দীপক কুমার পালিত।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি