ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

আজ চৈত্র সংক্রান্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১৩ এপ্রিল ২০১৭

আজ চৈত্র সংক্রান্তি। বিদায় নিচ্ছে ঘটনাবহুল বাংলা ১৪২৩ সাল, চলছে ১৪২৪ বরণের প্রস্তুতি। সময়ের সঙ্গে সঙ্গে বাঙালি ঐতিহ্য ও চৈত্র সংক্রান্তির উৎসব পালনে এসেছে ভিন্নতা। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগের রীতি রেওয়াজে কিছুটা পরিবর্তন আসলেও সার্বজনীন উৎসবের রূপ পেয়েছে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ বরণ।

চিরায়ত বাঙালীর উৎসব চৈত্র সংক্রান্তি, যা বাংলা নববর্ষের সঙ্গে জড়িত ওতপ্রতোভাবে।

চৈত্রের শেষ দিনটিতে দোকানপাট ধুয়ে মুছে পুরনো জঞ্জাল ও অসুচি দুর করে ব্যবসায়ীরা তাদের দেনা-প্ওানার হিসেব সমন্বয় করেন। বাংলা বছরের প্রথম দিনে খুলেন নতুন খাতা। এ উপলক্ষে থাকে মিষ্টিমুখসহ নানা আয়োজন।

পূর্ব পুরুষ থেকে চলে আসা এই রীতি আজও মেনে চলছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসা ক্ষেত্রে আধুনিকায়ন হওয়ায় হালখাতা’ রীতিতেও পরিবর্তন এসেছে বলে মত অনেকের।

হালখাতা ছারাও সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলম্বীরা চড়ক পূজা, শিব-গৌড়ির নাচসহ মেতে উঠেন নানা উৎসবে। তবে নগরায়নের ফলে শহরাঞ্চলে এখন আর এসব দেখা যায় না।

নগরায়ন ও সময়ের পরিবর্তনে বাংলার ইতিহাস ঐতিহ্যর ধারক এসব উৎসব পালনের রীতিতে পরিবর্তন এসেছে বলে মত বিশেষজ্ঞদের।

চৈত্র দিনের বিদায় শেষে সব জীর্ণতা পিছনে ফেলে নতুনভাবে সাজবে পৃথিবী, এমনটাই প্রত্যাশা সবার।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি