আজ জাতীয় বস্ত্র দিবস
প্রকাশিত : ১০:৫৪, ৪ ডিসেম্বর ২০২০
আজ শুক্রবার- জাতীয় বস্ত্র দিবস। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দিবসটি উপলক্ষে এ বছর তেমন কোনো আয়োজন নেই। শুধু বস্ত্র খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বস্ত্র অধিদপ্তর সেবা সপ্তাহ পালন করবে। তবে গত বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে প্রথমবারের জাতীয় বস্ত্র দিবস পালিত হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সেবা সপ্তাহ উপলক্ষে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচির আওতায় বস্ত্র খাতের মেশিনারিজ এবং কাঁচামাল আমদানিসহ যে কোনো সেবা ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত করা হবে। সেবা গ্রহীতারা সরকারি ছুটির দিন ছাড়া যে কোনো দিন এ সেবা পাবেন।
গত বছর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।
এসএ/