ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ জাতীয় যুব দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। এবারের প্রতিপাদ্য বিষয়- ‘জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর।

কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ২২ জন সফল আত্মকর্মী ও পাঁচজন সংগঠককে যুব পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবাদের মধ্যে পুরস্কার প্রদান করবেন। এছাড়া সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেন, ‘কর্মসংস্থান হয় না এমন কথা ঢালাওভাবে বলা ঠিক নয়। কেউ চাইলে অন্যভাবেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। ফলে অনেকে প্রশিক্ষণ অনুযায়ী আত্মকর্মীও হচ্ছেন না। আবার অনেকেই বিভিন্ন চাকরিতে কিংবা বিদেশে চলে যান। আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন ব্যাংকে ঋণেরও ব্যবস্থা করা হচ্ছে।’
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. শহিদুজ্জামান বলেন, ‘প্রশিক্ষণ দেওয়া হলেও সবাইকে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক ব্যাংকও তাদের ঋণ দিতে পারছে না। তবে তাদের মধ্যে সবাই নিঃস্ব নন। তাই প্রশিক্ষণ নিয়েও কেউ কেউ কর্মসংস্থানে যুক্ত হচ্ছেন না।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি