ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান

প্রকাশিত : ১৬:২৪, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:২৪, ১২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

আজ বিশ্বকাপ টি-টুয়েন্টি ক্রিকেটের বাছাই পর্বে ডু অর ডাই ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। যে দল জিতবে সেই চলে যাবে সুপার টেন রাউন্ডে। নিজেদের প্রথম দুই খেলায় জিতে এরই মধ্যে সমান ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। তবে এর বাইরেও হিসেব রয়ে গেছে। কোন কারণে খেলাটি না হলে পয়েন্ট ভাগাভাগি হবে। আর তখন নেট রান রেটের ভিত্তিতেই গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। এদিকে দিনের অপর ম্যাচে হংকং ও স্কটল্যান্ড মুখোমুখি হবে। এখনো তারা কোন পয়েন্টের মুখ দেখেনি। তাই তাদের কোন সম্ভবনাও নেই। ম্যাচটি রূপ নিয়েছে নিয়ম রক্ষার। এ ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি