ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ জুমাতুল বিদা

প্রকাশিত : ১১:৩৭, ৩১ মে ২০১৯

Ekushey Television Ltd.

আজ রমজানের শেষ জুমা। অর্থাৎ জুমাতুল বিদা। জুমাতুল বিদা মনে করাচ্ছে রমজান শেষ হয়ে যাচ্ছে। হৃদয়ে রমজান বিদায়ের সুর বেজে ওঠছে। শান-শওকতে পরিপূর্ণ রমজান আমাদের ছেড়ে চলে যাচ্ছে। মসজিদে মসজিদে রমজানের শেষ জুমাটি বিশেষ গুরুত্বসহকারে পালিত হয়ে থাকে।

সকাল থেকে মুসল্লিরা আগে আগে মসজিদে যাবেন। জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করবেন। মাসব্যাপী সিয়াম সাধনায় যত ভুলত্রুটি হয়েছে তার জন্য ক্ষমা যাবেন, আল্লাহর রহমত ও মাগফিরাতের কামনায় চোখের পানি ঝরাবেন। দোজখের আগুন থেকে বাঁচার আকুতি জানাবেন। জীবনের পথ যেন কল্যাণময় হয় তার জন্য হাত তুলবেন।

রমজানের শেষ জুমাটি কুদস দিবস হিসেবেও মুসলিম উম্মার কাছে পরিচিত। মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাসকে দখল মুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন এটি। ১৯৬৭ সাল থেকে ইসরাইল বায়তুল মুকাদ্দাস দখল করে আছে।

ইমাম খোমেনির আহ্বানে ১৯৭৯ সালে ইরানে প্রথম শুরু হয়েছিল আন্তর্জাতিক আল কুদস দিবস। এ দিবস পালনের উদ্দেশ্য হল ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং দখলদারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি