ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০০:০৬, ১৭ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:৩৫, ১৭ মার্চ ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ (রোববার) টুঙ্গিপাড়া যাচ্ছেন।

রাষ্ট্রপতি রোববার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে অভিবাদন জানাবে।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কাল রাতে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে ফাতেহা পাঠ করবেন তিনি।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন।

বঙ্গভবনের একজন মুখপাত্র জানান, রাষ্ট্রপতি সমাধিসৌধে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানাবেন।

রোববার জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন সারাদেশে পালিত হবে।

(সূত্রঃ বাসস)

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি