ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আজ ডিউক অব নোরফক একাদশের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১ মে ২০১৭ | আপডেট: ১৫:৩২, ১ মে ২০১৭

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ ডিউক অব নোরফক একাদশের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
অ্যারুনডেল ক্যাসল ক্রিকেটে গ্রাইন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্পের মাঝে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এদিকে, অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে ফেরায় মাশরাফির পরিবর্তে আজ দলকে নেতৃত্ব দিবেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সব ঠিক থাকলে মাশরাফি ফের যাবেন ৪ মে। হোভে-তে ৫ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাসেক্স একাদশ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি