ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আজ ঢাকা আবাহনীর মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম আবাহনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৩:৩৪, ৬ জুন ২০১৭

ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে আজ ঢাকা আবাহনীর মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
বছরের প্রথম টুর্নামেন্টের ট্রফি ঘরে তুলে পেশাদার ফুটবল লিগের প্রস্তুতিটা সেরে রাখতে চায় উভয় দলই। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও নিজেদের প্রতি শতভাগ আত্ববিশ্বাস রয়েছে বলে জানান ঢাকা আবাহনীর অধিনায়ক মামুন মিয়া। নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিতে চান তিনি। এদিকে নিজেদেরকেই এগিয়ে রাখলেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জাহিদুল ইসলাম। দলের প্রতিটি খেলোয়াড়ই নিজেদের প্রমান করার জন্য ফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে আছে বলেও জানান তিনি।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি