ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ ঢাকা আসছেন বাইডেনের প্রতিরক্ষা উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ৭ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা (বিশেষ সহকারী) এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার চার দিনের সফরে আজ শনিবার (৭ জানুয়ারি) ঢাকা আসছেন।

চার দিনের এই সফরে আইলিন লাউবাচারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও আসবে। সফর শেষে তারা ১০ জানুয়ারি শ্রীলঙ্কার পথে রওনা হবেন বলে জানা গেছে।

তথ্যমতে, আইলিন লাউবাচারের ঢাকা সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে বৈঠক করবেন।

বৈঠকে মানবাধিকার, গণতন্ত্র, অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জিএসপি পুনর্বহাল, শান্তিরক্ষা ও প্রতিষ্ঠা, প্রতিরক্ষা, জলবায়ু ও রোহিঙ্গা উস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি