ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ৮ এপ্রিল ২০১৮

দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। আজ রোববার বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

হজরত শাহজালাল বিমানবন্দরে ভারতীয় পররাষ্ট্র সচিবকে স্বাগত জানাবেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

সফরে বিজয় কেশব গোখলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে একটি সমাঝোতা স্মারক স্বাক্ষর হবে।

ঢাকা সফরে বিজয় কেশব গোখলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে বক্তব্য দেবেন ভারতের পররাষ্ট্র সচিব।

বিজয় কেশবের এই সফরে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যুতে আলোচনা হবে। এ ছাড়া উভয় দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়া এবং তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে আলোচনা হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি