ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আজ থেকে ইলিশ ধরা বন্ধ, রাতে কেনার ধুম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৪০, ৭ অক্টোবর ২০১৮

মৌসুমের শেষ সময়েও রাজধানীর কারওয়ান বাজারে পড়ে ইলিশ কেনার ধুম। রাতে মাঝারি ইলিশের হালি গিয়ে ঠেকে ২৭শ টাকায়। শেষ মুহুর্তে  বিক্রেতারা অতিরিক্ত মুনাফা করছে বলে অভিযোগ ক্রেতাদের। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে ইলিশ আহরণ ও ক্রয়-বিক্রয়। 

উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে এবারো  ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২২ দিন ইলিশ আহরণ পরিবহন, মজুদ, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয়ে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। 

তাই মৌসুমের শেষ দিনে কারওয়ান বাজারে ভোজন রসিক বাঙালির ভীড়।

বিক্রেতারা জানান, সকালে মাছের যোগান পর্যাপ্ত থাকলেও বিকেল থেকেই তা কমতে থাকে। ফলে রাতে এসে বেড়ে যায় দাম।

মাঝারি আকারের ইলিশের হালি গিয়ে দাড়ায় ২৫শ থেকে ২৭শ টাকায়। রাত ১২টার মধ্যে কিনতে না পারলে এ মৌসুমে আর ইলিশ খাওয়া হবে না, তাই বেশি দামেই কিনেছেন ক্রেতারা।

রাজধানীর বৃহত্তর পাইকারি বাজারে কারওয়ান বাজারে প্রজনন মৌসুমে কোন ইলিশ মজুদ করা হবে না বলে জানিয়েছে মৎস্য আড়ত মালিক সমিতি।  

সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে মৎসজীবীদের প্রতি আহ্বানও জানিয়েছে তারা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি