আজ থেকে কমবে বৃষ্টিপাত
প্রকাশিত : ১২:৩৩, ১৩ জুলাই ২০২৪
আজ থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কমবে বৃষ্টিপাতের হার। সেই সাথে বাড়বে গরমের অনুভূতি। এমন পরিস্থিতি থাকবে ১৮ জুলাই পর্যন্ত।
শনিবার (১৩ জুলাই) সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অবশ্য সিলেট ও ময়মনসিংহে আগামী ১০ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আবহাওয়া অফিস বলছে, এখন মৌসুমী বায়ু মোটামুটিভাবে সক্রিয়। এর প্রভাবে সারাদেশে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির প্রবণতা কেটে গেলে আবার বাড়বে গরমের তীব্রতা। সেসময় সারাদেশে ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা অনুভূত হবে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগামী শুক্রবারের পর থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে।
এমএম//
আরও পড়ুন