ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আজ থেকে চট্টগ্রামে সিএনজি অটোরিক্সা মিটারে চলাচল শুরু

প্রকাশিত : ২০:১৪, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:১৪, ১ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রাম শহরে আজ থেকে সিএনজি অটোরিক্সা মিটারে চলাচল শুরু হয়েছে। দিনব্যাপী এবিষয়ে পুলিশের ছিল কড়া নজরদারি। মিটার না লাগানো কারণে অনেক সিএনজি চালককে জরিমানাও করা হয়েছে। তবে নগরজুড়ে এখনও অনেক সিএনজি মিটারবিহীনভাবে চলছে। নগর পুলিশ বলছে তাদের পর্যবেক্ষণ অভিযান অব্যাহত থাকবে, এবং কোন সিএনজি অটোরিক্সাই মিটার ছাড়া চলতে দেয়া হবে না। বন্দর নগরীতে প্রথম এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। cngসড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ঘোষণার একদিন পর বন্দর নগরী চট্টগ্রামে সোমবার থেকে শুরু হয়েছে সিএনজি অটোরিক্সা মিটারে চলাচল। নগরীর বিভিন্ন সড়কে মিটার লাগিয়ে চলছে সিএনজি অটোরিক্সা। যাত্রীরা বলছেন, সিএনজি অটোরিক্সায় মিটার চালু হওয়ায় ভাড়া নিয়ে বিড়াম্বনা কিছুটা কমে আসবে। এতে সন্তোষ জানিয়েছে চালকরাও। আবার যাত্রীদের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। সকাল থেকেই নগরীর রাস্তায় রাস্তায় ছিলো পুলিশের কড়া নজরদারি। তবে প্রশাসনের চোখ এড়িয়ে এখনও অনেক মিটারবিহীন সিএনজি অটোরিক্সা চলছে। অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি