ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

আজ থেকে পাওয়া যাবে বিপিএল টিকিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ৩ জানুয়ারি ২০১৯

প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। দু’দিন পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। মিরপুরে বইছে বিপিএল হাওয়া। আজ থেকে পাওয়া যাবে টি২০ লীগের টিকিট।

বিষয়টি জানিয়েছে- বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

৫ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস ও রংপুর রাইডার্স। বিকেল ৫টা ২০ মিনিটে দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটস খেলবে রাজশাহী কিংসের বিপক্ষে।
ঢাকা ম্যাচের জন্য টিকিট বিতরণ শুরু হবে আজ সকাল ৯টা থেকে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। টিকিট পাওয়া যাবে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের বুথ থেকে। রাউন্ড রবিন লীগের টিকিটের মূল্য চূড়ান্ত করেছে বিসিবি। গ্যালারি সাধারণ ও ছাউনি ২০০ টাকা করে। ক্লাব হাউস এবং ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা করে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২ হাজার টাকা। এলিমেনেটর, প্লে অফ এবং ফাইনালের ম্যাচ টিকিটের দাম পরে জানানো হবে। ঢাকার মতো সিলেট ও চট্টগ্রামেও টিকিটের দাম একই।
বুথ ছাড়াও সহজ ডটকম ও ইউক্যাশে অনলাইনে টিকিট পাওয়া যাবে।

২০ জানুয়ারি দ্বিতীয় এবং ৩১ জানুয়ারি ঢাকার তৃতীয় পর্বের টিকিট দেওয়া হবে। ঢাকায় প্রথম পর্বের পর সিলেট পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগীয় স্টেডিয়াম অথবা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বুথে টিকিট পাওয়া যাবে। সম্ভাব্য তারিখ ১৪ জানুয়ারি।

চট্টগ্রামের ম্যাচের জন্য এমএ আজিজ এবং জহুর আহমেদ স্টেডিয়াম বুথে পাওয়া যাবে বিপিএলের টিকিট। টিকিট বিক্রির সম্ভাব্য তারিখ ২৪ জানুয়ারি।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি