ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আজ থেকে শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন

প্রকাশিত : ১৩:১২, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১২, ২৫ সেপ্টেম্বর ২০১৬

আজ থেকে শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। বিকাল ৫টার দিকে এ অধিবেশন বসার কথা রয়েছে। এবারের অধিবেশনে উত্থাপনের জন্য পুরনো ১১টিসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে। নতুন বিলের মধ্যে ‘বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি বিল-২০১৬, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল-২০১৬, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিল-২০১৬ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল-২০১৬ রয়েছে। এছাড়া অধিবেশন চলাকালে নতুন আরো কয়েকটি খসড়া আইন জমা হতে পারে বলে জানা গেছে। গেল ৫ই সেপ্টেম্বর রাষ্ট্রপতি আব্দুল হামিদ শরৎকালীন এ অধিবেশন আহ্বান করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি