ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ থেকে শুরু হলো ৩ দিনের পর্যটন মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১২:৪৫, ২০ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে পর্যটন শিল্পকে বাদ দিয়ে সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। এ ক্ষেত্রে কেবল দেশীয় পর্যটকই নয়, আগ্রহ সৃষ্টি করতে হবে ভিনদেশিদেরও। ২০২১ সাল নাগাদ বাংলাদেশে ২০ লাখ বিদেশী পর্যটক আগমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাঙ্খিত অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তাসহ পর্যটন বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির পরামর্শ তাদের। এমন বাস্তবতায় আজ থেকে শুরু হচ্ছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ-টোয়াব আয়োজিত ৩ দিনের পর্যটন মেলা।

ঐতিহ্য, প্রত্নতাত্বিক নিদর্শন, পাহাড়, নদী, দীর্ঘতম সমুদ্র সৈকত, মিঠাপানির সোয়াম্প ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আর সাংস্কৃতিক বৈচিত্র্যতা- সব মিলিয়ে বাংলাদেশ; দেখার মতো কত কিছু দেশজুড়ে।

নয়নাভিরাম পর্যটন স¤পদের কতটুকু বিশ্ব দরবারে তুলে ধরতে পেরেছে বাংলাদেশ, সে প্রশ্ন থেকেই যায়। প্রকৃতির অপার সৌন্দর্য্যের লীলাভূমি এ দেশের পর্যটন শিল্পে পিছিয়ে থাকাটা তাই দুর্ভাগ্যজনক বলেই মনে করেন বিশ্লেষকরা।

সঠিক পরিকল্পনা মতো এগোতে পারলে পর্যটন শিল্পই বাংলাদেশেকে নিয়ে যেতে পারে অনন্য উচ্চতায়।

সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ-পৃষ্ঠপোষকতাও প্রয়োজন বলে মনে করেন তারা।

পর্যটন খাতে অমিয় সম্ভাবনার দেশ হয়ে উঠবে রূপময় বাংলাদেশ- এমন আশা সংশ্লিষ্টদের।

দেখুন ভিডিও


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি