ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

আজ ফের মাঠে ফিরছে বিপিএল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ১৬ জানুয়ারি ২০২৩

একদিন বিরতি দিয়ে সোমবার আবারো মাঠে ফিরছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডমিনেটর্স। সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার প্রতিপক্ষ চট্টগ্রাম।

বিপিএলে সিলেটের সর্বোচ্চ অর্জন ছিলো তৃতীয়স্থান; সেটি ২০১৩ সালে। এছাড়া বলার মতো কোনো সাফল্য নেই তাদের। তবে এবার শুরু থেকেই দুর্দান্ত খেলছে স্ট্রাইকার্সরা। 

৪ ম্যাচে শতভাগ সাফল্যে পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফির দল। ঢাকার বিপক্ষে ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা। 

এদিকে, তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ঢাকা। শেষ চার দল খেলবে নক-আউটে। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে জয়েই চোখ ডমিনেটর্সের। 

অপর ম্যাচে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে জয় দিয়েই পয়েন্টের খাতা খুলতে চয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি