আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস
প্রকাশিত : ১২:০৩, ৯ জুন ২০২০
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ। ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) ও ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইএলএসি) প্রতি বছর ৯ জুনকে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস হিসেবে পালন করে আসছে। বাংলাদেশেও একইভাবে দিবসটি পালিত হয়। তবে এবার করোনার কারণে দিবসটি উদযাপনে প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরাপদ খাদ্যের উন্নয়নে অ্যাক্রেডিটেশন প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে যৌথভাবে এ বিবৃতি দেয় আন্তর্জাতিক সংস্থা আইএএফ ও আইএলএসি।
অ্যাক্রেডিটেশন হচ্ছে পরীক্ষণ, পরিদর্শন ও সার্টিফিকেশন কার্যক্রমের তৃতীয় পক্ষের মূল্যায়ন দিয়ে স্বাভাবিকতা নিরূপণ করা। খাদ্যসহ বিভিন্ন পণ্যের মান যাচাইয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছে।
এসএ/