ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ বিশ্ব পর্যটন দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১১, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘পর্যটনশিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি’-এই প্রতিপাদ্য নিয়ে আজ ২৭ সেপ্টেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৮টায় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাজধানীর মৎস্য ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হবে।

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের উদ্যোগে রাজধানীর রবীন্দ্রসরোবরে ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ট্যুরিজম ফেস্ট। মাসিক পর্যটন বিচিত্রার আয়োজনে আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী সপ্তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি