আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস
প্রকাশিত : ০৮:৫১, ৩ মার্চ ২০১৯ | আপডেট: ১১:৪০, ৩ মার্চ ২০১৯
‘লাইফ বিলো ওয়াটার : ফর পিপল অ্যান্ড প্লানেট’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পালন করা হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে দিবসটি পালন করা হয়। ২০১৩ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে আন্তর্জাতিক বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী এবং উদ্ভিদ সম্মেলনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশও দিবসটি পালন করবে।
প্রাকৃতিক সম্পদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। মানুষ ও বৈরী প্রকৃতি, বন্যপ্রাণীদের আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব এবং অবৈধ শিকারের কারণে দিন দিন বন্যপ্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। হারিয়ে যাওয়া তালিকায় দীর্ঘ হচ্ছে বিপন্ন বন্যপ্রাণীর নাম।
এরই মধ্যে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে প্রায় ১৩ প্রজাতির মেরুদণ্ডী প্রাণী।
এসএ/