ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আজ বিশ্রাম, কাল থেকে অনুশীলন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ২৭ নভেম্বর ২০১৮

চট্টগ্রাম টেস্ট আগেই শেষ হয়ে গেছে। পঞ্চম দিন পর্যন্ত যদি এ টেস্ট গড়াতো তবে খেলা শেষ হত সোমবার। কিন্তু তিনদিনেই খেলা শেষ। তাই শেষ দু’দিন ঐচ্ছিক অনুশীলন করেছে টিম টাইগার। প্রধান কোচসহ টিম ম্যানেজমেন্ট চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেবেন কাল। তবে আজও বাংলাদেশ দলের বিশ্রাম রয়েছে। আগামীকাল থেকে ঢাকা টেস্টের জন্য অনুশীলন শুরু করবে স্বাগতিকরা।
আজ ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। তাদের জন্য নির্ধারিত হোটেল বুকিং করা ছিল ২৭ নভেম্বর থেকে। এর আগে নির্ধারিত হোটেল রুম খালি না থাকায় ক্যারিবীয়দের চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে দেরি হয়েছে। চট্টগ্রামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৬৪ রানে জয় পায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি