
জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় আজ ভলফসবুর্গের মুখোমুখি হবে লেভারকুসেন।
লেভারকুসেনের মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। ২৭ ম্যাচে ১২ জয়ে ৪২ পয়েন্টে লেভারকুসের অবস্থান টেবিলের ৬ নম্বরে। ২৭ ম্যাচে ১০ জয়ে ৪ পয়েন্ট কমে দুই ধাপ পিছিয়ে আছে ভলফসবুর্গ। আজকের ম্যাচে জয়ের জন্যই লড়বে দুদল। ঘরের মাঠে দর্শকদের বার্তি অনুপ্রেরণা কাজে লাগিয়ে এগিয়ে থাকতে চায় লেভারকুসেন। আর নিজেদের সেরাটা দিয়ে জয় চায় ভলফসবুর্গ। এরআগে, ভলফসবুর্গের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে লেভারকুসেনকে।