ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

আজ ভালোবাসা অনুভবের দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ৭ সেপ্টেম্বর ২০২৪

আজ সেপ্টেম্বরের সাত তারিখ। শরতের মিষ্টি আবহাওয়ায় ভালোবাসাকে উদযাপন করার দিন আজ। যদিও এই দিবস পালিত হয় যুক্তরাষ্ট্রে। ইংরেজিতে বলা হয় ‘ফিল দ্য লাভ ডে’। অবশ্য এই দিবসের প্রচলন কবে, কিভাবে শুরু তা কেউ জানে না।

তবে ভালোবাসা অনুভবের উদযাপনে এত জেনেই বা কী কাজ। তাই এই দিনে প্রিয়জনের প্রতি ভালোবাসা অনুভব করুন। শুধু অনুভবই নয় প্রকাশও করুন। কর্মব্যস্ততা ভরা জীবনে অবসরে অনুভবের চর্চা যেন দিন দিন ফুরিয়ে যাচ্ছে। তাই এই চর্চার একটা দিন থাকলে মন্দ কী।   

ভালোবাসা কী আসলে অভ্যাস নাকি অনুভব? অভ্যাসের গুরুত্ব আছে অবশ্যই তবে অনুভূতিটাই আসল। কবি সাহিত্যিকদের মতো দিস্তা দিস্তা কাগজ ফুরিয়ে প্রিয়জনের স্তুতি নাহয় নাই লিখলেন। কিংবা শিল্পীর মতো তুলির আঁচড়ে নাহয় প্রিয়জনকে নাই ফুটিয়ে তুলতে পারলেন। আপনার অনুভবের শক্তি দিয়ে প্রিয়জনকে জানান দিন তার প্রতি আপনার ভালোবাসার বিশালতা। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি