ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

আজ মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ছাড়াও একাধিক ক্লাব

প্রকাশিত : ১৮:১৩, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৩, ১৯ অক্টোবর ২০১৬

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আজ বুধবার মাঠে নামছে শিরোপা প্রত্যাশি বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ছাড়াও একাধিক বড় ক্লাব। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। ইংলিশ ক্লাব ম্যান সিটির বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শক্তি আর পরিসংখ্যানে ম্যান সিটির তুলনায় এগিয়ে আছে কাতালানরা। এছাড়া ঘরের মাঠে সমর্থকদের সমর্থন লুই এনরিখের শিষ্যদের দিবে বাড়তি অনুপ্রেরনা। আর ইনজুরি কাটিয়ে বেশ ফর্মে আছেন দলের আর্জেন্টাইন তারকা মেসি। এছাড়া স্যুয়ারেজ আর নেইমারও রয়েছেন ফর্মে ।  তবে, বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা বর্তমানে ম্যান সিটির কোচ। নিজের পুরনো ক্লাবের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী গার্দিওলা। এদিকে, একই সময় দিনের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলবে পিএসজির বিপক্ষে আর লুদোগোরেতসের মুখোমুখি হবে আর্সেনাল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি