ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আজ মাঠে নামছে ভারত-পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ১২ সেপ্টেম্বর ২০১৮

সাফ চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এছাড়াও ফুটবল চ্যাম্পিয়নশিপের  এই খেলায় আজ বিকেল ৪টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে মালদ্বীপ।

টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল নাইন। রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

এভারের সাফ চ্যাম্পিয়নশিপে মোট সাতটি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ১৫ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এশিয়ার এ বৃহৎ প্রতিযোগিতাটি।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি