ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ যাত্রা শুরু করছে নাগরিক টিভি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

স্বপ্ন সীমাহীন’ শিরোনামের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে নাগরিক টিভি। এই আয়োজন সরাসরি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭টায়।

উদ্বোধনী আয়োজনের পর পরই পর্দায় দেখা যবে চারটি নাগরিক ধারাবাহিক। এগুলো হচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘লিপস্টিক, আনিসুল হকের রচনায় আলভী আহমেদের পরিচালনায় ‘শ্বশুর আলয় মধুর আলয়’, রেদওয়ান রনি পরিচালিত ‘ক্যান্ডি ক্রাশ’, মাইনুল হাসান খোকন পরিচালিত ‘আমি তুমি সে’।

চ্যানেলটিতে পর্যায়ক্রমে আরও থাকবে সরাসরি গানের অনুষ্ঠান ‘নাগরিক ক্যাফে’, দুই বাংলার অভিনেত্রীদের অংশগ্রহণে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বাজলো ঝুমুর তারার নূপুর’, কার্টুন সিরিয়াল ‘সুপারম্যান’, স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দেহঘড়ি’, ঝটপট রান্নার কলাকৌশল এবং বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদের আড্ডার অনুষ্ঠান ‘মারিয়ার রান্নাঘর’, ভ্রমণবিষয়ক গেইম শো ‘সোলেমান হাজারি’, অনিমেষ আইচ নির্মিত ‘জোছনাময়ী’, ফেরদৌস হাসান পরিচালিত ‘একপা দুপা’ সহ আরও নানান অনুষ্ঠান।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি