ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

আজ রাবি ভর্তি পরীক্ষা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০, ২২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:৪৬, ২২ অক্টোবর ২০১৮

আজ সোমবার থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। তবে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও প্রক্সির যে রীতি চালু হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভর্তিচ্ছুরা। যদিও জালিয়াতি ঠেকাতে প্রতি বছরের মতো এবারও সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর পাঁচটি ইউনিটে দশটি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন আজ সোমবার সকাল ৮টায় ‘সি-১’, সকাল ১০টায় ‘সি-২’, দুপুর ১২টায় ‘ডি-১’, আড়াইটায় ‘ডি-২’ এবং বিকাল সাড়ে ৪টায় ‘বি-১’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন সকাল ৮টায় ‘বি-২’, সকাল ১০টায় ‘ই-১’, দুপুর ১২টায় ‘ই-২’, আড়াইটায় ‘এ-১’ এবং বিকাল সাড়ে ৪টায় ‘এ-২’ গ্রুপের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে।

প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ বছর পাঁচটি ইউনিটের আওতায় ৫৯টি বিভাগে মোট চার হাজার সাতশোটি আসনের বিপরীতে এক লাখ ৪৭ হাজার ৭৫০টি প্রবেশপত্র সংগ্রহ করা হয়েছে।

এছাড়াও জালিয়াতি ঠেকাতে পরীক্ষার হলে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়িসহ সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি