ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা

প্রকাশিত : ১২:২১, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:২১, ২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

EL Classicoস্প্যানিশ লা লিগায় এল ক্লাসিকোতে মর্যাদার লড়াইয়ে আজ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। চলতি মৌসুমে লিগের প্রথম পর্বে নিজেদের মাঠে বার্সার কাছে ৪-০ গোলে হেরেছিল রিয়াল। এবার প্রতিপক্ষের মাঠ থেকে তারই প্রতিশোধ নেয়ার প্রত্যাশায় দলের পুরো শক্তিকে মাঠে নামাচ্ছে কোচ জিনেদিন জিদান। ৩০ ম্যাচে ২৪ জয়ে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। আর সমান ম্যাচে ২০ জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে ৩ নম্বরে। এদিকে, ইনজুরি কাটিয়ে দলে ফিরেন বার্সার মিডফিল্ডার ইভান রাকেটিক ও জর্দি আলবা। এছাড়া, কোচ হিসেবে এই ম্যাচটাই হবে জিদানের ক্লাসিকোর প্রথম অভিজ্ঞতা। আর ক্যারিয়ারের ৫০০তম গোলের মাইলফলকের জন্য খেলবে লিওনেল মেসি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি