ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আজ রোনালদোর ৩৪তম জন্মদিন

প্রকাশিত : ১২:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০১৯

দেখতে দেখতে জীবনের ৩৩ বছর পেরিয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। আজ মঙ্গলবার ৩৪তম জন্মদিন এ সুপারস্টারের। ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা শহরে জন্ম রোনালদোর।

মারিও ডোলোরেস দম্পতির সন্তান রোনালদো। আমেরিকান প্রেসিডেন্ট ও অভিনেতা রোনাল্ড রিগানের ভক্ত ছিলেন রোনালদোর বাবা। তাই তার নামের সঙ্গে মিল রেখে ছেলের নামও রাখেন রোনালদো। পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দোস সান্তোস অ্যাভেইরো।

রোনালদো ছোটবেলায় ছিলেন অত্যন্ত গোবেচারা, নিরীহ প্রকৃতির। শৈশবে সমবয়সী নয়, খেলতে পছন্দ করতেন বড়দের সঙ্গে। বড়দের সঙ্গে খেলার সময় অনেক বেশ লাথি খেতে হতো। তবুও হতোদ্যম হতেন না। ছোটবেলা থেকেই অনুভব করতেন ফুটবলার হতে হবে।

বাবার স্বপ্ন ছিল ছেলে অনেক বড় হবে রোনাল্ড রিগানের মতো। হয়েছে ঠিকই, তবে প্রেসিডেন্ট কিংবা অভিনেতা নয়, তারকা ফুটবলার।

ফুটবলার হওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়েই রোনালদো মাত্র ১২ বছর বয়সে খেলা শুরু করেন স্পোর্টিং দ্য লিসবোয়াতে। একপর্যায়ে মাদেইরা থেকে পরিবার-পরিজন ছেড়ে চলে আসেন। এরপর কেবলই এগিয়ে চলার গল্প।

রোনালদোর ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বের আনাচে-কানাচে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় তারকাকে শুভকামনা জানিয়েছে তারা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি