ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আজ শহীদ সেলিম-দেলোয়ার দিবস

প্রকাশিত : ০৯:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৪৫, ৩ মার্চ ২০১৯

স্বৈরশাসক এরশাদবিরোধী গণআন্দোলনে শহীদ এইচ এম ইব্রাহিম সেলিম ও কাজী দেলোয়ার হোসেনের ৩৫তম শাহাদাতবার্ষিকী আজ।

১৯৮৪ সালের এই দিনে গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় স্বৈরশাসকের পুলিশের ট্রাক সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলের ওপর তুলে দেওয়া হয়। এতে সেলিম ও দেলোয়ার ঘটনাস্থলেই শহীদ হন। ওই সময় সেলিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এবং দেলোয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ পর্বের ছাত্র ছিলেন।

দিবসটি পালনে বিভিন্ন দল ও সংগঠন আজ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সামনে শহীদ সেলিম স্মৃতিফলক এবং জহুরুল হক হলের সামনে শহীদ দেলোয়ার স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা।

এ ছাড়া শহীদ সেলিম পরিষদ ও পাঠাগার পটুয়াখালীর বাউফলে শহীদ সেলিমের কবরে পুষ্পমাল্য অর্পণ, পবিত্র কোরআনখানি, স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি