আজ শেখ ফজলুল হক মণির ৭৮তম জন্মদিন
প্রকাশিত : ১১:৫০, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৩৯, ৪ ডিসেম্বর ২০১৭
(ফাইল ফটো)
মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম সফল যুবনেতা, বিএলএফ কমাণ্ডার শেখ ফজলুল হক মণির ৭৮তম জন্মদিন আজ সোমবার। দিবসটি যথাযথভাবে পালনের লক্ষে নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। তার প্রতিষ্ঠিত সংগঠন আওয়ামী যুবলীগও দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল আটটায় বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সাড়ে আটটায় বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মণির কবরে পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ১০টায় ধানমন্ডির কলাবাগান মাঠে জন্মোৎসব অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উপস্থিত ছিলেন। ইতোমধ্যে বাণিজ্যমন্ত্রী ও শেখ ফজলুল হক মণির সহযোদ্ধা তোফায়েল আহমেদও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান ও শেখ ফজলুল হক মণির সন্তান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি।
দৈনিক বাংলার বাণীর প্রতিষ্ঠাতা সম্পাদক শেখ ফজলুল হক মণি ১৯৩৯ সালের এদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম নুরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও মা আছিয়া খাতুন বঙ্গবন্ধুর বড় বোন। শেখ ফজলুল হক মণি ছোট বেলা থেকেই মামা বঙ্গবন্ধু শেখ মুজিবের অনুসারী হিসেবে রাজনীতিতে জড়িয়ে যান। ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক, জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বরিশালের বিএম কলেজ থেকে ডিগ্রি পাশ করা ফজলুল হক মণির এমএ ডিগ্রি কেড়ে নিয়েছিল মোনায়েম সরকার। মুক্তিযুদ্ধকালীণ মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। অন্যতম বিএলএফ কমান্ডার হিসেবে তার নাম ইতিহাসে গৌরবোজ্জ্বল। ১৯৬২-৬৩ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শেখ ফজলুল হক মণি দেশ স্বাধীন হলে বঙ্গবন্ধুর নির্দেশে যুব সংগঠন আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। নতুন দেশে সংবাদ মাধ্যমের গুরুত্ব অনুভব করে তিনি দৈনিক বাংলা, ইংরেজী দৈনিক বাংলাদেশ টাইমস ও সাপ্তাহিক সিনেমা প্রতিষ্ঠা করেন। ইতিহাসে আলোকোজ্জ্বল এ
যুবনেতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে (একই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেও হত্যা করা হয়েছিল) সস্ত্রীক হত্যা করা হয়। স্ত্রী আরজু মণি তখন অন্ত্বঃসত্তা ছিলেন। শেখ ফজলুল হক মণির দুই সন্তান। শেখ শামস ও শেখ ফজলে নূর তাপস। শেখ তাপস বর্তমানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসএইচ/ এআর /
আরও পড়ুন